,

হবিগঞ্জে সিমানা নির্ধারণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

জুয়েল চৌধুরী ॥ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শৈলজুড়া গ্রামে রাস্তার সিমানা নির্ধারণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে  ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বরুফা বেগম (২৫), রুহেল মিয়া (১৮), রুবেল মিয়া (৩০), রহিমা বেগম (৪০), কালা বানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫), জামান মিয়া (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দিদার আলী ছেলে কামাল মিয়ার সাথে তারই প্রতিবেশী ইউসুফ আলীর ছেলে লাল মিয়া বাড়ির রাস্তার সিমানা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় মুরব্বীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর