,

‘আম্মা’ হয়ে আসছেন অপু

সময় ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের একসময়ের সাড়া জাগানো ধারাবাহিক নাটক ‘আনোয়ারা’র কথা অনেক দর্শকেরই মনে আছে নিশ্চয়ই। শেখ রিয়াজ উদ্দিন বাদশা প্রযোজিত এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন নাট্যাভিনেত্রী শিল্পী সরকার অপু। এখনো অনেক দর্শক তাকে ‘আনোয়ারা’ নামেই ডাকেন। ‘আনোয়ারা’র পর ‘এই সব দিনরাত্রি’ ধারাবাহিক নাটকে রাইসুল ইসলাম আসাদ এবং খালেদ খানের বিপরীতে অভিনয় করেও অপু ছিলেন বেশ আলোচনায়। দীর্ঘদিন পর শিল্পী সরকার অপু আরো একটি ধারাবাহিক নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন। এবার তিনি ‘আম্মা’ হয়ে আসছেন টিভি পর্দায়। মাসুম শাহরিয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আম্মা’ নামের ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন এ অভিনেত্রী। এরইমধ্যে ধারাবাহিকটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রীর তার সন্তানদের নিয়ে সংগ্রামী জীবনের গল্প উঠে আসবে ‘আম্মা’ ধারাবাহিকে। এই নাটকে শিল্পী সরকার অপুর সন্তানের চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মিশু সাব্বির, তানিয়া আহমেদ, আইরিন আফরোজ। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, নাজিয়া হক অর্ষাসহ অনেকেই। দীর্ঘদিন পর নাম ভূমিকায় এবং ‘আম্মা’ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, অভিনয় করতে গিয়ে কান্নার দৃশ্যে অনেক সময়ই আমাদের গ্লিসারিন ব্যবহার করতে হয়। কিন্তু ‘আম্মা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় আমাকে কোনো গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। কারণ এতো সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ সংলাপের সঙ্গে অভিনয় করতে গিয়ে এমনিতেই চোখে পানি চলে আসে। আমি ধন্যবাদ দিতে চাই নির্মাতা আবু হায়াত মাহমুদকে আমাকে এই ধারাবাহিকের নাম ভূমিকায় কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ নাটকটির নাট্যকার মাসুম শাহরিয়ারকে চমৎকার স্ক্রিপ্টের জন্য। ধন্যবাদ এরসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আমার বিশ্বাস এই সময়ে ‘আম্মা’ হয়ে উঠবে সব দর্শকের কাছে প্রিয় একটি নাটক। জানা যায়, অচিরেই ‘আম্মা’ ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে শিল্পী সরকার অপু শিগগিরই শুরু করতে যাচ্ছেন রায়হান রাফির ‘পরাণ’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ সিনেমার কাজ।


     এই বিভাগের আরো খবর