,

চেয়ারম্যান আঙ্গুর মিয়া ও মুহিবুর রহমান বড় মিয়া এখনো কারাগারে বানিয়াচংয়ে যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী আল্লাদ মিয়াকে প্রাণনাশের হুমকি ॥ তিনজন আটক

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষীদেরকে প্রাণনাশের হুমকি দেয়ায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার এড়ালিয়া গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র আজিজুর রহমান (৫০), একই গ্রামের ফখর উদ্দিনের পুত্র ফরহাদ মিয়া (৩৫) ও কুর্শা খাগাউড়া গ্রামের মৃত আব্দুল আজিদের পুত্র আব্দুল মালিক (৫৫)। গত বৃহস্পতিবার রাত ৮টায় বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবির মিলিত অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, যুদ্ধাপরাধী আসামী কুর্শা খাগাউড়া গ্রামের মহিবুর রহমান বড় মিয়া ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আঙ্গুর মিয়া ওরফে ছোট মিয়াকে পুলিশ সম্প্রতি আটক করে ঢাকা আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে প্রেরণ করে। এর পর থেকে তাদের সাঙ্গপাঙ্গরা ওই মামলার স্বাক্ষীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গত বৃহস্পতিবার ওই মামলার প্রধান স্বাক্ষী আল্লাদ মিয়াসহ অন্যান্য স্বাক্ষীকে প্রাণনাশের হুমকি দিলে তিনি বানিয়াচং থানায় অভিযোগ দিলে পুলিশ তাদেরকে আটক করে। গত শুক্রবার বিকেলে আটককৃতদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে বানিয়াচং থানার ওসি তদন্ত নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উল্লেখিতরা যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষীগনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছিল। এই অভিযোগে তাদেরকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর