,

এক মাস মাঠের বাইরে এমবাপ্পে

সময় ডেস্ক ॥ নেইমার পিএসজির হয়ে মাঠে নামছেন না। দলবদল করতে মুখিয়ে আছেন তিনি। পিএসজির অন্যতম ভরসা ছিলেন তাই কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তিনিও চোটে পড়েছেন। প্রায় চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। সোমবার পিএসজি এমবাপ্পের চোট এবং তার প্রায় এক মাস খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে। রোববার তুলুজের বিপক্ষে লিগ ওয়ানে নিজের শততম ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে। কিন্তু পেশিতে চোট পাওয়ায় ম্যাচ শেষ করে উঠতে পারেননি তিনি। ম্যাচের ৬৬ মিনিটে তাকে উঠিয়ে নেওয়া হয়। সোমবার পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। নেইমারেরও চোট সমস্যা আছে। এছাড়া দানিলো, ড্রাক্সলার, কেরার, হেরেরা, কুরজাওয়া, কিমপেম্বের সঙ্গে এডিনসন কাভানিও ইনজুরির খাতায় নাম তুলেছেন। তুলুজের বিপক্ষে এমবাপ্পের আগে পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন কাভানি। এমবাপ্পের চোট নিয়ে পিএসজির পক্ষ থেকে জানানো হয়, ‘পরীক্ষা করে জানা গেছে এমবাপ্পে প্রায় চার সপ্তাহ আমাদের হয়ে মাঠে নামতে পারবেন না। এছাড়া কাভানিরও এমআরআই করানো হয়েছে, তিন সপ্তাহ লাগবে তার সুস্থ হয়ে মাঠে ফিরতে।’ আগের ম্যাচে রেনের কাছে ২-১ গোলে হারে পিএসজি। তাতে অনেক সমালোচনা শুনতে হয়েছে কোচ টমাস টুখেলকে। তবে তুলুজকে ৪-০ গোলে উড়িয়ে জবাবটা ভালোই দিয়েছেন তার শিষ্যরা। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। তবে তুলুজের জমাট রক্ষণ অনেক সময় আটকে রাখে পিএসজির অসংখ্য আক্রমণ। শেষ পর্যন্ত আর পারেনি তারা।


     এই বিভাগের আরো খবর