,

মাধবপুরে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় বিমান প্রতিমন্ত্রীর ক্ষোভ

সংবাদদাতা ॥ মাধবপুরে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার সকালে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের স্টোর রুম বন্ধ দেখতে পান। সভায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। দ্রুত সময়ে স্টোর কিপার বাহারুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। স্বাস্থ্য কমিটির সভাপতি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায় প্রমুখ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর