,

হবিগঞ্জে অবাধে চলছে পাখি শিকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অবাধে পাখি শিকার চলছে। জেলার বিভিন্ন জলাশয় ও হাওরে শিকারিরা পাখি শিকার করে প্রকাশ্যে বিক্রি করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আল আমিন নামের এক পাখি শিকারি জানায়, গ্রামের অনেকেই হাওরে ফাঁদ পেতে বক, শালিকসহ বিভিন্ন জাতের পাখি শিকার করে। পরে ওই পাখি বিক্রির জন্য নিয়ে যায় আব্দাবকাই, মশাজান, সুলতানসী, বাহুবল উপজেলার নন্দপুর বাজার, কটিয়াদি বাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকায়। আগাম টাকা নিয়ে পাখি সরবরাহ করে থাকে ওই চক্র। একটি বক পাখি ২০০ টাকায় বিক্রি হয়। স্থানীয়দের অভিযোগ, পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ। কিন্তু শিকারিরা তা মানছেন না। পাখি শিকারের পর বিক্রি করে তাঁরা টাকা কামাচ্ছেন।  এদিকে এই মৌসুমে স্থানীয় পাখি শিকার বেশি হলেও শীতের সময় হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বক, পেরিহাঁস, শালিকসহ নানা জাতের অতিথি পাখি শিকার করেন তাঁরা। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পাখি বিক্রির অভিযোগ রয়েছে। বিশেষ করে দিনারপুর এলাকায় গাড়ি থামিয়ে অনেকেই পাখি কিনে নিয়ে যায়। এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, পাখি শিকারের বিরুদ্ধে আগেও অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর