,

নাম-নম্বর লেখা জার্সি পড়ে মাঠে নামবে টাইগাররা

সময় ডেস্ক ॥ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে খেলোয়াড়দের জার্সিতে নাম ও নম্বর ব্যবহৃত হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নশীপের অংশ না হলেও এ টেস্টে বাংলাদেশ দলের খেলোয়াড়রা নাম ও নম্বরসহ জার্সি পড়ে মাঠে নামবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি। সাধারণত টেস্ট জার্সি নাম এবং নম্বর ছাড়া পুরোপুরি সাদা রং এর হয়ে থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা অংশগ্রহণকারীদের জার্সিতে নাম ও নম্বর ব্যবহারের নতুন নিয়ম করেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ না হলেও আইসিসির নিয়মানুযায়ী খেলোয়াড়দের জার্সি প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক কর্মকর্তা জনান, খেলোয়াড়রা ওয়ানডে ও টি-২০তে যে নম্বর ব্যবহার করেন টেস্ট ক্রিকেটেও একই নম্বর ব্যবহার করবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা ইতোমধ্যেই নাম ও নম্বরসহ জার্সি গায়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করেছে। আগামী নভেম্বরে ভারত সফরে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপেক্ষ ম্যাচেই ট্রায়াল হিসেবে জার্সিতে নাম ও নম্বর ব্যবহার করবে বাংলাদেশ দল।


     এই বিভাগের আরো খবর