,

হবিগঞ্জে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মহিলা সমাবেশ

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক মহিলা সমাবেশ। জেলা তথ্য অফিসের উদ্যোগে গত বুধবার দুপুরে শায়েস্তানগর টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা সুক্তা রাণী দেব। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। বক্তব্য রাখেন, সাংবাদিক ডাঃ আব্দুল জলিল প্রমুখ ব্যক্তিবর্গ। সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া ১০টি বিশেষ অগ্রাধিকার কর্মসূচী সহ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের সফলতা গুরুত্ব সহকারে তুলে ধরে বক্তারা বলেন, আগামীতে নারীদের জন্য শুধু নয় সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রতিটি বাড়ীর গৃহকর্তা-গৃহিনীসহ তাদের সন্তান অর্থ্যাৎ এ প্রজন্মের তরুন-তরুনীদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছে সরকার। ফলে তাদেরকে আরও সুন্দর জীবনের প্রত্যাশায় এই সরকারের পাশে থাকতে হবে। এছাড়া বক্তারা উপস্থিত সকল মা-বোনদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদেরকে শুধু একজন বড় মাপের মানুষ হিসেবে গড়ে তোলা নয়, প্রতিটি পরিবারকে ঝগড়া-ফ্যাসাদ ও আচার-ব্যবহারের মাধ্যমে গড়ে তুলতে হলে জি বাংলা-স্টার জলসা এবং নিক চ্যানেল দেখা বন্ধ করতে হবে। তাছাড়া সন্তানদেরকে মানুষ করতে হলে ১৮/২০ বছরের আগে তাদের হাতে মোবাইল ফোন যেমন দেয়া যাবে না, তেমনি ইন্টারনেট বা ফেইসবুকও ব্যবহার করতে দেয়া যাবেনা। সেই সাথে ইভটিজিং-মাদক মুক্ত রেখে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে স্কুল-কলেজে নিয়মিত পাঠাতে হবে।


     এই বিভাগের আরো খবর