,

চোখ ফেরত চাইছে শিক্ষকের বেতের ঘায়ে চোখ হারানো হাবিবা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে বেত ছুড়ে দিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবার চোখ নষ্টের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে হাসপাতালে ভর্তি হাবিবা শুধু কান্নাকাটি করছে আর বলছে ‘আমার চোখ চাই, আমার জীবন নষ্ট হয়ে গেছে’। তার এই কথা শুনে স্বজনরাও চোখের পানি ফেলছেন। হাবিবার পিতা দুবাই প্রবাসী শাহিন মিয়া তার মেয়ের চোখ লাগানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ঢাকার আগারগাঁওস্থ চক্ষু হাসপাতালে হাবিবার সাথে থাকা তার চাচা মাহিন মিয়া এই তথ্য জানান। তিনি জানান, দুই দিন যাবৎ কোনো ডাক্তার হাবিবাকে দেখেননি। দু-একদিনের মাঝে ডাক্তার এসে পরীক্ষার পর আমাদেরকে রিলিজ দিতে পারেন। গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন দেবনাথ একটি বেত ছুড়ে দিলে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (৮) এর চোখে পড়ে। চোখের মনি গলে গেলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে ঢাকায় প্রেরণ করা হয়। পরে গত সোমবার ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অপারেশন করে মেয়েটির চোখ কেটে ফেলে দেওয়া হয়। এ সময় হাবিবার সাথে ছিলেন তার মা রুবিনা খাতুন, চাচা মাহিন মিয়া ও আঘাতকারী শিক্ষক নিরঞ্জন দেবনাথ।


     এই বিভাগের আরো খবর