,

অনন্য উচ্চতায় রোনালদো

সময় ডেস্ক ॥ ক্রিশ্চিয়ানো রোনালদো ডস স্যান্তোস অ্যাভেইরো। সারাবিশ্বে যিনি ক্রিশ্চিয়ানো রোনালদো নামেই বেশি পরিচিত। গত রোববার লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে গড়েছেন অনন্য এক রেকর্ড। ম্যাচে গ্রানাডাকে ৯-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের হয়ে একাই পাঁচটি গোল করেছেন সিআর সেভেন খ্যাত এই ফুটবল তারকা। বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পর আধুনিক ফুটবলের এ তারকার কেরিয়ারেও প্রভাব ফেলেছে বলে মনে করছিলেন অনেকেই। কিস্তু এবার সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। রোববার গ্রানাডার বিপক্ষে ম্যাচ শুরুর আধাঘণ্টার মধ্যে গোলের খাতা খোলা রোনালদো এ ম্যাচে মাত্র ৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে বিরল এক রেকর্ড রচনা করেন। ফলে ২৮৭ ম্যাচ খেলেই ৩০০ গোলের মাইলফলকে পৌঁছে যান এই পর্তুগাল উইঙ্গার। রিয়ালের হয়ে রোনালদোর যত রেকর্ড : ১) গ্রানাডা ম্যাচের পর রোনালদোর লা লিগায় চলতি মৌসুমে গোল সংখ্যা দাঁড়াল ৩৬। পাশাপাশি তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে চার গোলে এগিয়ে গেলেন তিনি। ২) রিয়ালের হয়ে ৩০০ গোলের ক্লাবের নতুন সদস্য হয়ে গেলেন তিনি। রিয়ালের কিংবদন্তি রাউল ও অ্যালফ্রেডো ডি স্টেফানোর সঙ্গে এখন রোনালদোও ৩০০ গোলের মালিক। স্পেনের সাবেক অধিনায়ক এ তালিকায় শীর্ষে রয়েছেন। ৭৪১টি ম্যাচ খেলে ৩২৩টি গোল করেছিলেন রাউল। ৩৯৬টি ম্যাচে ৩০৮ গোল করে দুই নম্বরে রয়েছেন স্টেফানো। রোনালদো মাত্র ২৮৭টি ম্যাচ খেলে ৩০০টি গোল করলেন। এর মধ্যে ২১৪টি গোলই লা লিগায় করেছেন সিআর সেভেন। চ্যাম্পিয়ন্স লিগে ৬০টি ও ২১টি গোল কোপা দেল রে’তে খেলেছেন। রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা হওয়া থেকে ২৪ কদম দূরে রয়েছেন তিনি। ৩) রোনালদোর আট মিনিটের হ্যাটট্রিকই লা লিগার ২৪ বছরের ইতিহাসে দ্রুততম। রিয়ালের জার্সিতে ২৪টি গোল করে তিনি মেসিকেও ছুঁয়ে ফেললেন। ৪) ২০০২-এ রিয়ালের জার্সিতে প্রথম পাঁচ গোলের নজির গড়েছিলেন স্পেনের ফার্নান্দো মোরিয়েন্তেস। লাস পালমাসদের বিরুদ্ধে সেই ম্যাচে ৭ গোল দিয়েছিল রিয়াল। এর পর রোনালদো ফের পাঁচ গোল করলেন। ৫) ৪৮ বছর আগে রিয়াল লস ব্ল্যাঙ্কোসদের ৯-১ ব্যবধানে হারিয়েছিল। ফের সেই স্কোরলাইনের পুনরাবৃত্তি ঘটল রোববার। ৬) রোনালদো গ্রানাডার বিরুদ্ধে শেষ আট ম্যাচে ১৫ গোল করেছেন।


     এই বিভাগের আরো খবর