,

কাতার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সময় ডেস্ক ॥ রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. নুরুল ইসলাম পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে দেয়া এক চিঠিতে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই লাইনের চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে প্রত্যাহারের জন্য যথাযথ কর্তৃপক্ষ অনুশাসন প্রদান করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ এপ্রিল এ চিঠি ইস্যু করা হয়েছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা যায়, এব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিট গঠন করা হয়েছে রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারের অনিয়ম নিয়ে তদন্ত করার জন্যে। রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এর আগে আমাদের সময় ডটকম সহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। কাতারে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তার উস্কানিতে সাবেক বঙ্গবন্ধু সৈনীক লীগের সভাপতি,বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধানকে নির্মমভাবে পিঠিয়েছিলেন রাষ্ট্রদূতের আশীর্বাদপুষ্ট লোকজন। অনেককেই তিনি হুমকি দিতেন বলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। তার অন্যায় অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কাতারে বাংলাদেশি এক সাংবাদিককে দেশটির সরকারি চাকরি হতে চাকুরীচ্যুত করেছেন এমন অভিযোগও ওঠে। গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাষ্ট্রদূতের পৃষ্ঠপোষকতায় কাতারে নাচ গানের আয়োজন হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ ও স্থানীয় সৈনিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের বাধায় প- হয়ে যায়। গত বছরের ২১ অক্টোবর দূতাবাসে উইমেন এসোসিয়েশনের একটি অনুষ্ঠান আয়োজনের কারণে দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হয়। হয়। এসময় মরুভূমির প্রখর খরতাপে প্রবাসি বাংলাদেশিরা দূতাবাসে এসে কাজের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকেন। একই দিন বাংলাদেশি এক ব্যক্তির লাশ দেশে পাঠাতে ৩ ঘন্টা বিলম্ব ঘটে।


     এই বিভাগের আরো খবর