,

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই ॥ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্থরা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ই্উনিয়নের বনগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার গজনাইপুর ইউপির বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ঘরের বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লিলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ৫টি ঘর, থাকা আসবাব-পত্র, ধান, নগদ টাকাসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলে কোন মালামাল রক্ষা করতে পারেননি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন মৃত ছোরাব উল্লাহ ছেলে ফুল মিয়া, রশিদ মিয়া, আনোয়ার মিয়া, ফুল মিয়ার ছেলে আব্দুল মজিদ ও শাহ নেওয়াজ। ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে নবীগঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ৫টি ঘর। এদিকে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ লোকজন। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ১০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ দেয়া হবে এবং জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি তোলে ধরবো। পর্যায়ক্রমে তাদের সরকারের পক্ষ থেকে টিনসহ সহযোগীতা প্রদান করা হবে। ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবু তাহের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৭০ হাত লম্বা ৫টি রোম বিশিষ্ট একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর