,

মুড়ারবন দরবার শরীফের খাদেম সৈয়দ আহমেদ চিশতীর ইন্তেকাল

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলায় ঐতিহাসিক মুড়ারবন সিপাহসালা সৈয়দ নাছির উদ্দিন (রহঃ) সহ ১২০ আওলিয়া দরবার শরীফের খাদেম ও পীরজাদা সৈয়দ শাহনেওয়াজ আহমেদ চিশতী গত রবিবার দুপুর ১২টা ৫মিনিটে সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। ইন্নাল্লিলাহী ……….রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে মারা যান। ঐ দিন এশার নামাজের বাদ মুড়ারবন শাহী ঈদগাও ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমমতি করেন সুলতানশী হাবিলীর পীরজাদা সৈয়দ আহমদ হুসাইন হারুন মিয়া। জানাজার নামাজে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য ভক্ত মুরিদানগন, পীর ফকির ও পাক পাঞ্জাতন আশিকানগন শরিক হন। জানাযার নামাজের পর মুড়ারবন দরবারশরীফের মাজার প্রঙ্গনে দাফন করা হয়। তিনি জীবনের অনেক বৎসর যাবত মুড়ারবন দরবার শরীফের খাদেম ছিলেন। তিনি সুলতানশী হাবিলীর সৈয়দ কামেল পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী (রহঃ) ভাগিনা এবং মুড়ারবন দরবার শরীফের কামেল পীর সৈয়দ সাঈদ আহমেদ চিশতী (রহ:) দ্বিতীয় ছেলে ছিলেন। তাঁর মৃত্যুতে মুড়ারবন দরবার শরীফের পীরজাদা এবং ভক্তমুরিদানগনের মধ্যে শোকের ছাযা নেমে আসে।


     এই বিভাগের আরো খবর