,

হবিগঞ্জ ব্যক্স নির্বাচন বর্জন করেছেন সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থী

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভূয়া ভোটার তালিকা বাতিলের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জ এর দ্বি-বার্ষিক নির্বাচন বর্জন করেছেন ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী। তারা হলেন সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার (চেয়ার) ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমিলুন্নবী ফয়সল (রিক্সা)। বৃহস্পতিবার সংবাদপত্রে প্রদত্ত পৃথক বিবৃতিতে তারা এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিবৃতিতে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমিলুন্নবী ফয়সল বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নিজেদের প্যানেলকে বিজয়ী করতে চূড়ান্ত তালিকায় ভূয়া ভোটারদের অন্তর্ভূক্ত করেছেন। ব্যবসায়ী ভোটারগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের আশ্রয় নেই। কিন্তু বিষয়টি আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় আমরা সাধারণ ব্যবসায়ীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি’। বিবৃতিতে তারা ব্যক্সের সার্বিক কল্যাণের স্বার্থে বিতর্কিত এ নির্বাচনে মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ না করার জন্য আজীবন ও সাধারণ সদস্যসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ জানান।


     এই বিভাগের আরো খবর