,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ সময় পত্রিকায় প্রথম পৃষ্টায় নবীগঞ্জের আজিজুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের হত্যার হুমকির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। সংবাদে বলা হয়েছে আমরা মামলার বাদী ও সাক্ষীদের হুমকি ধামকি দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্য কাল্পনিক ও বানোয়াট। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো উক্ত মামলার ২৬ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে মাননীয় আদালতে ৪ জন সাক্ষী দিয়েছেন। আমাদের পক্ষ থেকে কেউ হুমকি ধামকি দেইনি। মামলার বাদী কিংবা অন্যান্য সাক্ষীদের সাথে আমাদের দেখা বা সাক্ষাতই হয়নি। তাহলে আমরা কিভাবে হুমকি দিলাম এটা প্রশ্ন। সংবাদে আরো বলা হয়েছে মামলার বাদী ও সাক্ষি নাকি পালিয়ে বেড়াচ্ছে। এটাও মিথ্যা। তারা উভয়ই তাদের নিজ নিজ বাড়ীতে আছে। প্রশাসন তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে। আমরা শান্তি প্রিয় লোক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। সমাজ, আইন ও প্রশাসনের নিকট আমাদের দোষী ও হেয়প্রতিপন্ন করার জন্যই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করানো হয়েছে। সংবাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
ফারুক মিয়া, গ্রাম: কসবা, ৪নং দীঘলবাক ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর