,

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার ধ্বংস

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিদ্যুতের খুঁটির কাছ থেকে এবং কৃষি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দুই হাজার ফুট পাইপও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এই অভিযান পরিচালনা করেন। মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অভিযান পরিচালনাকালে মাধবপুর উপজেলার রতনপুর এলাকা থেকে দু’টি এবং আল আমিন হোটেল এর বিপরীত দিক থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হলেও মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। বালু উত্তোলনের মূল অপরাধীকে পাওয়া যায়নি। এই অভিযানের ফলে কয়েক একর ফসলি জমি ও বৈদ্যুতিক খুঁটি রক্ষা পেয়েছে।


     এই বিভাগের আরো খবর