,

লাখাইয়ে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাইয়ের বৃহত্তর বুল্লা ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী। আর এসব ফার্মেসীতে মেয়াদ উৎত্তির্থ ও নিন্মমানের ঔষধ বিক্রি করে গরীব মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব ঔষধ সেবন করে কোন প্রতিকার না পেয়ে উল্টো বেকায়দায় পড়ছেন গ্রামের সহজ-সরল দিনমুজুর মানুষ। স্থানীয়রা অভিযোগ করেন বুল্লা বাজারে তার আশে-পাশে অর্ধ শতাধিক ফার্মেসী গড়ে উঠলেও এগুলোর পরিচালকদের কোন যোগ্যতা না থাকলেও ভুয়া ডাক্তারের পদবী ব্যবহার করে বিভিন্ন জটিল ও কঠিন রোগীদেরকে হাসপাতালে না পাঠিয়ে তারা নিজেরাই চিকিৎসা করে থাকেন। ঔষধ বিক্রয় এবং চিকিৎসায় কোন প্রশিক্ষণ না থাকায় নিজেদের ভুল চিকিৎসায় আরও অসুস্থ্য হয়ে অনেকেই মৃত্যু বরন করেন। তা ছাড়া এসব ফার্মেসীতে নিন্মমানের কোম্পানী, উত্তির্ণ মেয়াদ ও গায়ে মুল্য তালিকা না থাকায় নিজেদের ইচ্ছেমত টাকা আদায় করেন। ওই বাজারের ফামের্সীতে শুধু লাখাই বাসী নয়, তার পাশ^বর্তী নাছিরনগর ও অষ্টগ্রামসহ বিভিন্ন উপজেলার লোকজন এসে সওদা করেন। বুল্লা বাজারের জমির আলী জানান, এই বেশীর ভাগ ডাক্তারদের পদবীই ভুয়া। হাতে গণা দু’একটির ড্রাগ লাইসেন্স আছে, বাকী গুলো ভুয়া। তা ছাড়া ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দিয়ে বিভিন্ন কোম্পানীর হারবালের ঔষধসহ নিজেদের তৈরি মনগড়া ঔষধ দিয়ে দেয়। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানান, আমি বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিব।


     এই বিভাগের আরো খবর