,

হবিগঞ্জের সড়ক ও জনপথ প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ কর্তব্যকাজে অবহেলা ॥ ফুঁেস উঠছে ঠিকাদাররা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় সড়ক ও জনপথ প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব-কর্তব্য অবহেলার অভিযোগসহ নানান অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শহরের ঠিকাদাররা ফুঁসে উঠেছেন। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ লাখাই ও বানিয়াচং সড়ক ভেঙ্গে খানা খন্দকে পরিণত হলেও সড়ক ও জনপথ বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। শুধু তাই নয়, প্রকৌশলী নিজের ইচ্ছামত অফিস করছেন। জরুরী প্রয়োজনে তার নিকট ঠিকাদাররাসহ সাধারণ মানুষ তাকে পান না। এমনকি ফোন করলেও তিনি রিসিভ করেন না। যার ফলে লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের অফিসে কেসি গেইট বন্ধ রয়েছে, বাইরে তার গাড়ি দাড়ানো। গেইটের সামনে পিয়নকে প্রকৌশলীর ব্যাপারে জানতে চাইলে সে জানায়, অফিসে কাজ করছেন। তবে দরজা এবং গেইট কেন বন্ধ জানতে চাইলে সে কিছু জানে না বলে জানায়। পরে সাংবাদিকরা প্রকৌশলীর সাথে দেখা করতে গেলে পিয়ন স্যারের অনুমতি নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। বিকাল ৩টা পর্যন্ত অপেক্ষা করেও প্রকৌশলীর দেখা মিলেনি। নাম না প্রকাশে অপেক্ষমান কয়েকজন ঠিকাদার জানান, সকাল থেকে তারা অপেক্ষা করছেন। কিন্তু তিনি দরজা বন্ধ করে অফিসে আছেন ঠিকই কিন্তু আমাদের কোন কাজ করছেন না। তারা আরো অভিযোগ করেন, প্রকৌশলী সাহেব স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারদেরকে চেক প্রদান করেন। আমরা কাজ শেষ হয়ে গেলেও কোন চেক পাইনি। দেখা গেছে, কাজ না করেও অনেকে চেক পেয়ে গেছেন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর