,

এভারেস্টে রেলপথ!

সময় ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে। এর চূড়ায় উঠতে হাজারো মানুষ প্রতিবছরই জড়ো হয় সেখানে। বরফাচ্ছন্ন ওই শৃঙ্গে উঠতে অনেকে প্রাণ হারান। এখন সেই শৃঙ্গে গড়ে তোলা হবে রেললাইন! তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া নেপালের সঙ্গে যোগাযোগ বাড়াতে এভারেস্টের নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এ কথা জানিয়েছে। চীনের তিব্বতের রাজধানী লাসা এবং অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের জন্য ইতোমধ্যে ছিংহাই-তিব্বত রেলপথ রয়েছে। ‘নেপালের অনুরোধে’ এটি সম্প্রসারণ করে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চীনের প্রকৌশল একাডেমির একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে চায়না ডেইলি পত্রিকা। রেলওয়ে বিশেষজ্ঞ ওয়াঙ মাংশু বলেন, ‘রেল লাইনটি কোমোলংমার (মাউন্ট এভারেস্টের তিব্বতি নাম) মধ্য দিয়ে যাবে। এখানে বেশ বড় টানেল খনন কো হবে। তিব্বতের একজন সরকারি কর্মকর্তা বলেন, ২০২০ সালের মধ্যে ওই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ডিসেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডু সফর করেন। নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সঙ্গে প্রস্তাবিত রেলপথটি পরবর্তী সময়ে কাঠমান্ডু থেকে শুরু করে আরও দূর অবধি সম্প্রসারণ করা হতে পারে। এতে করে চীনের সঙ্গে ভারতীয় বাজারের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে। তিব্বত-নেপাল রেলপথ নির্মাণের এ পরিকল্পনার মধ্য দিয়ে হিমালয়কন্যা নেপালের ওপর চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টিই স্পষ্ট হলো। বিষয়টি নেপালের প্রতিবেশী ভারতের জন্য সতর্কবার্তা বলে বিবেচিত হচ্ছে। কারণ, নেপালকে নিজ প্রভাবালয়ের অন্তর্ভুক্ত বলেই মনে করে ভারত। তবে এ পরিকল্পনা এভারেস্টের জন্য ক্ষতিকর হবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্পাদনা : আশরাফুল আলম


     এই বিভাগের আরো খবর