,

‘লাভ স্পিড’-এ জুটিবদ্ধ আমিন খান পপি

সময় ডেস্ক ॥ প্রয়াত দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। এরপর তারা দু’জন ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘লুটপাট’সহ আরও বেশকিছু চলচ্চিত্রে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এবার আসছে ঈদ উল ফিতর উপলক্ষ্যে একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন দর্শকপ্রিয় এই জুটি। জি এম সৈকতের নির্দেশনায় ‘লাভ স্পিড’ টেলিফিল্মে আমিন খান ও পপি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। পরিচালক জি এম সৈকত জানান, ‘মূলত ভালোবাসাকে উপজীব্য করেই লাভ স্পীড টেলিফিল্মেও গল্প এগিয়ে যায়। গল্পের প্রয়োজনেই আমিন খান ও পপিকে নিয়ে কাজ করা।’ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘বলা যায় বেশকিছুদিন বিরতির পর ছোটপর্দায় কাজ করছি। সত্যি বলতে কী এখন সব গল্পই প্রায় একই রকম। একটু ভিন্নধরনের গল্প পাওয়াই যায়না। জি এম সৈকতের এই টেলিফিল্মের গল্প’টা একটু অন্যরকম। তাই কাজটি করছি। আর পপি এমনই একজন নায়িকা যাকে শুধু পর্দাতেই নয় পর্দার বাইরেও তাকে নায়িকাই মনে হয়। বেশকিছুদিন পর তারসঙ্গে কাজ করছি, বেশ ভালোলাগছে। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি বলেন, ‘আমিন ভাই আর আমি একই এলাকার মানুষ। তাই তারসঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক ভালো। আমিন ভাই একজন মানুষ হিসেবে যেমন অসাধারণ ঠিক তেমনি শিল্পী হিসেবেও খুবই কো-অপারেটিভ। জি এম সৈকতের নির্দেশনায় প্রথম কাজ করছি। আশাকরি কাজটি অনেক ভালো হবে।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে ‘লাভ স্পীড’ টেলিফিল্মটি নির্মিত হচ্ছে। গত ঈদ উল আযহায় জি এম সৈকতের নির্দেশনায় আমিন খান ‘মন আমার’ টেলিফিল্মে কাজ করেছিলেন। এছাড়া গত বছর ঈদ উল ফিতরে আমিন খান ও পপি বেলাল উদ্দিন শুভ’র নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে জাকির খান পরিচালিত ‘চার অক্ষরে ভালোবাসা’। অন্যদিকে আমিন খান অভিনীত সর্বশষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এটি নির্মাণ করেছিলেন সোহানুর রহমান সোহান। পপি কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং ওয়াহিদুজ্জামান ডায়ম- পরিচালিত ‘গঙ্গাযাত্রা’তে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।


     এই বিভাগের আরো খবর