,

আজ টাইগারদের গণসংবর্ধনা

সময় ডেস্ক ॥ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজ নিজ জেলায় সংবর্ধিত হয়েছেন। এবার দলগতভাবে গণসংবর্ধনা পাচ্ছেন তারা। শুক্রবার চট্টগ্রামে সংবর্ধনা পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। কিন্তু আজ ঠিকই সংবর্ধনা পাচ্ছেন। ১৯৯৭ সালে আকরাম খানের নেতৃত্বাধীন আইসিসি ট্রফি জয়ী দলকে মানিক মিয়া অ্যাভিনিউতে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। সেবার গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ বছর পর একই জায়গায় সংবর্ধনা পাচ্ছেন মাশরাফি-মুশফিক-নাসিররা। তবে পার্থক্য একটিই। সেবার প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও এবার থাকতে পারছেন না। বেলা আড়াইটায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে। জানা গেছে, ক্রিকেটাররা বেলা তিনটার পর মানিক মিয়ায় অ্যাভিনিউতে উপস্থিত থাকবেন। তবে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন। বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতার জন্য বিসিবি ১ লাখ ৬২ হাজার ৫০০ ডলার বোনাস দিচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশেষ বোনাস পাবেন ২ লাখ টাকা। তবে আর্থিক কোনো পুরস্কারই শনিবারের সংবর্ধনায় দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যেদিন বাসভবনে ডাকবেন, সেদিন ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা দেওয়া হবে। সাকিব আল হাসান ছাড়া বিশ্বকাপ দলের সব ক্রিকেটাররা সংবর্ধনায় উপস্থিত থাকবেন। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফরাও থাকবেন। সংবর্ধনা শেষে কনসার্টের আয়োজন করেছে আয়োজকরা। গান গাইবে মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও নেমেসিস।


     এই বিভাগের আরো খবর