,

হবিগঞ্জে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের দোকান

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রবেশ গেইটের দুইপাশে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের দোকান। থানার সামন থেকে শুরু করে হাসপাতালের প্রবেশ ও বাহির গেইটের দুইপাশে অস্থায়ী স্থাপনা বা ভ্যান গাড়ীর মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে করে যান-জট সৃষ্টি সহ হাসপাতালে নিয়ে আসা জরুরী রোগী পরিবহনকারী এ্যাম্বুলেন্স চলাচলের তীব্র সমস্যা সৃষ্টি হচ্ছে। সরেজমিনে লক্ষ্য যায়, হবিগঞ্জ সদর থানার সামন থেকে হাসপাতালের প্রবেশ গেইটের ডান ও বাম পাশ্বে স্থায়ী এবং অস্থায়ী স্থাপনাসহ প্রায় ৫০টি দোকান রয়েছে। রাস্তার অর্ধেক জায়গা দখল করেই এ দোকান গুলো বসানো হয়েছে। সরকারী জায়গা দখল করে ব্যবসা করলেও হাসাপাতালে আগত রোগীদের কোন ধরনের ছাড় না দিয়ে উচ্চ দাম হেকে তাদের কাছ থেকে টাকা আদায় করে ব্যবসায়ীরা। শুধু এ ব্যবসাই নয়, দুইএকটি দোকানে মাদকও বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর থেকে সারা রাত ব্যাপী চলে এ ব্যবসা। এ অস্থায়ী দোকানদারদের সাথে বেশ সখ্যতা রয়েছে এক শ্রেণীর ভাসমান পতিতাদের। মাঝে-মাঝে অতিরিক্ত প্রসাধণী ব্যবহার করে ওই দোকান গুলোতে এসে বসে তারা। খদ্দের পেলেই নিয়ে যায় তাদের নির্ধারিত ক্যাম্পে। আবার গভীর রাতে নানা অপরাধীরাও আড্ডা জমায়। অনেকসময় সদর থানার বিভিন্ন গুরুত্ব পূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তাদের আটক করতে পুলিশকে হিম-শিম খেতে হয়। সম্প্রতি ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকসহ সাহাব উদ্দিন, সিরাজসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কোন প্রকার অবৈধ স্থাপনা হাসপাতাল এলাকায় থাকবে না।


     এই বিভাগের আরো খবর