,

ইনাতগঞ্জে সরকারী গাছ কর্তন

আশাহীদ আলী আশা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার চড়া সরকারী জায়গা থেকে দিন দুপুরে জোর পূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের তহশীল আব্দুল কাইয়ুম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান ও কর্তনকৃত কিছু গাছ জব্দ করেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ অক্টেবর) দুপুরে। অভিযোগ ও ভূমি অফিস সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ পশ্চিম বাজারের বাসিন্দা ওই এলাকার প্রভাবশালী ভূমিখেকো পর সম্পদ লোভি মৃত আলকাব হোসের পুত্র ওমর হোসেন গংরা গত শনিবার ও রবিবার সকালে মোস্তফাপুর মৌজার ১নং খতিয়ানের সাবেক দাগ নং ৩৩০ জে এল নং ১৮ সরকারী খাস জমি থেকে সরকারী দুই দিনে ৪৫টি গাছ সরকারী কোন অনুমতি ছাড়াই জোর পূর্বক গাছ কেটে নেয়।  এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ ভুমি অফিসের তহশিদার আব্দুল কাইয়ুম সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। ঘটনাস্থলে ১২টি গাছ এবং আরো ৩৮টি গাছ ইনাতগঞ্জ পূর্ব বাজার থেকে জব্দ করা হয়। স্থানীয় তহশিদার গাছ কাটার সর্দার হাসানকে মুছলেখা রেখে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। গাছ উদ্ধারের সত্যতা স্বীকার করেন তহশিদার। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ-বিন-হাসান বলেন ঘটনার ব্যাপারে আমি অবগত নয় তবে তহশিদারের কাছ থেকে শুনে ঘটনার সত্যতা জেনে প্রশাসনিক ব্যবস্থা নেব।


     এই বিভাগের আরো খবর