,

দেবপাড়া ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিরোধীতা করায় দলীয় ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রচার প্রচারনা করার দায়ে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক এবং ইউনিয়নের একজন সদস্যকে বহিস্কার করার সুপারিশ করা হয়েছে। সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরীর মার্কা নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রচার প্রচারনা করার দায়ে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক জাবেদ মিয়া এবং ইউনিয়নের সদস্য লোকমান খানকে দল থেকে বহিস্কার করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ১০নং দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আব্দুল মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম গত ২১ অক্টোবর ২০১৯ইং স্বাক্ষরিক একটি আবেদন করা হয়েছে। অভিযোগে আরোও উল্লেখ রয়েছে যে, উপ-নির্বাচনে তারা বিরোধীতা করেছে মর্মে তাদের কাছে প্রমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর