,

খাগড়াছড়িতে তাবলীগে গিয়ে মোবাইল ও টাকা চুরির মামলায় নবীগঞ্জের মাসুদ থানা পুলিশের খাঁচায় বন্দি

মতিউর রহমান মুন্না ::  ঢাকার কাকরাইল তাবলীগ মারকাস মসজিদ থেকে চট্রগ্রামের খাগড়াছড়ি গিয়ে ৬টি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে এসে পুলিশের খাঁচায় বন্দি হলো নবীগঞ্জের মাসুদ আহমদ (২৯) নামের এক যুবক। সে নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের জয়তুন মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, নবীগঞ্জের মাসুদ আহমদ প্রায় ১২ দিন পূর্বে তাবলীগ জামাতে অংশগ্রহন করার জন্য তাদের প্রধান কেন্দ্র ঢাকা কাকরাইল মসজিদে যায়। সেখান থেকে তাবলীগের জামাতে আজিজুল হাকিমকে দলের প্রধান (আমীর) করে ১৭ সদস্যের একটি দল কাকরাইল থেকে চট্রগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ৪০ দিনের জন্য চিল্লায় যায়। সেখান থেকে রাতের আধারে প্রত্যেক সদস্যের রক্ষিত প্রায় ৫০ হাজার টাকা ও আইফোন, ওয়ালটন, অপ্প, সিম্পনী, নকিয়াসহ ৬টি মোবাইল ফোন চুরি করে নিয়ে মাসুদ নবীগঞ্জে পালিয়ে আসে। এ ঘটনায় তাদের দল প্রধান (আমীর) আজিজুল হাকিম বাদি হয়ে গত সোমবার ২৮ অক্টোবর খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। সেখান থেকে মামলার আসামী মাসুদ আহমদকে গ্রেফতারের জন্য নবীগঞ্জ থানায় রিকোজিসন পাঠালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় থানার এসআই সাইফুল ইসলাম, এসআই ফখরুজ্জামানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, খাগড়াছড়ির মানিকছড়ি থানায় তাবলীগের আমীর কর্তৃক দায়েরকৃত মামলায় নবীগঞ্জের মাসুদ আহমদকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় বিভিন্ন আইনের ৪টি মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর