,

মাধবপুরে ইয়াবাসহ কথিত মানবাধিকার কর্মী ও শিষ্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি::  এফআইআর টিভির চেয়ারম্যান ও ভেজাল বিরোধী-মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন সংগঠনের কথিত কর্মী এসএম আব্দুল কাদির (৩৫) ও তার এক শীর্ষকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাধবপুর উপজেলার ইটাখোলা যাত্রী ছাওনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে কাদিয়ের কাছ থেকে ৩’শ পিস ও সেলিম মিয়ার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাদির উপজেলার বেঙ্গাডুবা গ্রামের গাজিউর রহমানের পুত্র ও তার সহযোগী একই মিছির আলীর পুত্র সেলিম মিয়া (৩০)। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। জানা যায়, বহু অপকর্মের হোতা আব্দুল কাদির দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক সংগঠনের লগো ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিল। এদিকে গ্রেফতারকৃত আব্দুল কাদির জানায়, উল্লেখিত সংখ্যক ইয়াবা গুলো হবিগঞ্জ শহরের একটি জায়গায় জমির আলী নামে এক মানবাধিকার কর্মীর কাছে দেয়ার কথা ছিল। সে আটকের খবর পাবার পর তার সহযোগী জমির আলী সঠকে পড়েছে।


     এই বিভাগের আরো খবর