,

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনসেবা করার লক্ষ্যে বিদায়ী জেলা প্রশাসকের আহবান

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনসেবা করার লক্ষ্যে সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের সভাকক্ষে কালেক্টরেক্ট ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা তিনি এসব কথা বলেন, কালেক্টরেক্ট ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভার গেষ্ট অব অনার উপ-পরিচালক (উপ-সচিব) নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, আরডিসি ইয়াসিন আরাফাত রানা, প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোঃ আবদাল করিম। কালেক্টরেক্ট ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জেলা নাজির আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাসেম, যুগ্ম সম্পাদক নূরুল হোসেন, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদস্য,হায়দার আলী, শামছুল হক, কাজল দাস, আব্দুল জলিল, আব্দুর রহিম প্রমূখ। আয়োজিত সংবর্ধনায় কোরআন থেকে তেলওয়াত করেন ক্লাবের অর্থ সম্পাদক মোতাহের তরফদার। গীতা পাঠ করেন পরিতোষ গোপ তরফতার। জেলা প্রশাসক তার বিদায়ী বক্তব্যে বলেন, হবিগঞ্জ শহর উন্নয়নে এবং খোয়াই ঝিলমিল প্রকল্প করার জন্য পুরাতন খোয়াই নদী হতে অবৈধ দখলদারদের উচ্ছেদের যে অভিযান চলমান রয়েছে তা অব্যাহত রাখার জন্য সকল কর্মকর্তা কর্মচারীগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, খোয়াই ঝিলমিল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিনি সার্বিক সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। জনগণের আশা-প্রত্যাশা দ্রুত সেবার মাধ্যমে পূরণ করার লক্ষ্যে কাজ করার জন্য সকলে প্রতি আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর