,

নবীগঞ্জে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উদ্যোগে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার:: গতকাল মঙ্গলবার নবীগঞ্জে “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” ও “সকলের হাত, পরিচ্ছিন্ন থাক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে হাত ধোয়া দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। উক্ত কর্মসচীতে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাকিল আহম্মেদ, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বণিক, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সংগঠক মোঃ আব্দুর রউফ, কর্মসূচী সহকারী মোঃ সকির উদ্দিন, কর্মসূচী সংগঠক মোঃ আব্দুর রহিম প্রমুখ। সভায় হাত ধোয়া প্রদর্শন করা হয় এবং হাত ধোয়ার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং সকলের কাছ থেকে কমিটমেন্ট গ্রহন করা হয়।


     এই বিভাগের আরো খবর