,

বানিয়াচংয়ে শিক্ষার্থী তানভীর হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে মাইক্রোবাস চাপায় স্থানীয় এএইচএম কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ৬ বছর বয়সের শিক্ষার্থী শাহরিয়ার তানভীরকে হত্যাকারী ড্রাইভারের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। স্থানীয় সাগর দিঘীর উত্তর পাড়ের ড্রাইভার জুনুর পুত্র ঘাতক ড্রাইভার সাদ্দামের বিচারের দাবীতে প্রতিবাদী জনতা ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৃহস্পতিবার দুুপুর ১২ টায় স্থানীয় গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।  মানবন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মোত্তাকিন বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া, হোসেন সরকারী প্রাইমারী বিদ্যারয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ মিয়া, কিন্ডার গার্টেনের পরিচালক হেলিম মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের জনগণ ও শত শত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন ড্্রাইভার ইচ্ছা করে শিশুটিকে হত্যা করেছে। এটা কোন দূর্ঘটনা নয়। তাই ২৪ ঘন্টার মধ্যে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়। উল্লেখ্য বুধবার দুপুর ১টায় তানভীর কিন্ডার গার্টেন থেকে বেরিয়ে দোকন থেকে বিস্কুট কিনতে যায়। এসময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। তানভীর প্রান বাাঁচাতে গাড়ির সামনের বাম্পারে ঝুলে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী ও পথচারীরা গাড়ি থামিয়ে শিশুকে বাঁচানোর অনুরোধ করেন ড্রাইভারকে। কিন্তু সে কোন কর্নপাত না করে আরও দ্রুত গতিতে শিশুটিকে রাস্তার সাথে পৃষ্ট করতে করতে ৫ শত গজ এগিয়ে গেল একটি রোডডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে তানভীরের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পরে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তানভীরের।


     এই বিভাগের আরো খবর