,

আজ শনিবার বিকেল থেকে হবিগঞ্জ পৌরসভার পানি সরবরাহ চালু হচ্ছে

সংবাদদাতা ॥ যান্ত্রিক ক্রটি সারানোর পর আজ শনিবার বিকেল থেকে হবিগঞ্জ পৌরসভার পানি সরবরাহ চালু হচ্ছে। গত বৃহস্পতিবার কালীবাড়ি এলাকাস্থ হবিগঞ্জ পৌরসভার পানি বিশুদ্ধকরণ প্রকল্পে কারিগরী ক্রটি দেখা দেয়ায় শহরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই দিনই এ ব্যাপারে নাগরিকদের অবহিত করার জন্য পৌরসভার পক্ষ হতে শহরে মাইকিং করা হয়। পৌরসভা সুত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার হতে ওই প্রকল্পে কারিগরী ক্রটি দেখা দেয়ায় পানি সরবরাহের কাজে বিঘœ ঘটে। বেবী ষ্ট্যান্ড এলাকাস্থ পৌরসভার ২য় পানি বিশুদ্ধকরন প্রকল্পে পানি সরবরাহ চালু থাকলেও শহরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকে। সুত্র জানায়, কালীবাড়ি পৌরসভার পানি বিশুদ্ধকরণ প্রকল্পে কারিগরী ক্রটি সাড়াতে অবিরাম কাজ চলছে। ক্রটি সারানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শনিবার বিকেল থেকে সারা শহরে স্বাভাবিক পানি সরবরাহ চালু হবে বলে জানিয়েছে পৌরসভা কার্যালয় সূত্র। পানি সরবরাহ বন্ধ থাকায় পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।


     এই বিভাগের আরো খবর