,

বানিয়াচংয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে গৃহবধু

নিজস্ব প্রতিনিধি:: বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের সাব্রিতা দাস (৩৫) নামে এক গৃহবধু বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে ওই গ্রামের সুখলাল দাসের স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় লেইছ থেকে খড় আনতে গেলে এটি বিষধর কিং খোবরা তার হাতে ছোবল দেয়। এ সময় স্থানীয় লোকজন সাপটিকে আটক করে মেরে ফেলে। আহত সাবিত্রার স্বামী সুখলাল দাস জানান, সাপুড়ে প্রিয় বেদে নামক এক উঝা এসে তাকে বিষ মুক্ত করার জন্য তন্ত্র-মন্ত্র করে। কিন্তু সে বিষ মুক্ত না হওয়ায় তাকে সবাই বকা-ঝকা করে। তখন সে জানায়, সাপকে মেরে ফেলায় বিষ নামানো সম্ভব নয়। পরে সে সবার সামন থেকে সটকে পড়ে।


     এই বিভাগের আরো খবর