,

পৌর মেয়রের ছবিসহ স্টিকার ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের ছবিসহ স্টিকার ব্যবহার করে সাধারণ অসহায় টমটম চালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে মেয়র মিজানুর রহমান মিজানের ছবিসহ একটি টমটম আটক করে হবিগঞ্জ পৌর টমটম মালিক-শ্রমিক কল্যাণ সমিতির লোকজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চক্র মিজানুর রহমান মিজানের ছবিসহ স্টিকার ব্যবহার করে করে উচ্চ দামে টমটম মালিক ও শ্রমিকদের কাছে বিক্রি করছে। প্রতিটি ভুয়া স্টিকার ১০০০ থেকে ১৫০০ টাকা করে বেচাকেনা হচ্ছে। শহরে এ ধরণের ভুয়া স্টিকার লাগিয়ে বেশ কিছু টমটম চলাচল করছে বলে সূত্রটি জানায়। এভাবে ভুয়া স্টিকার বিক্রি করে ওই চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। উল্লেখ্য, ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত ১৬ অক্টোবর বাবু পিন্টু দাস ও মহিবুল ইসলাম সোহেলকে টমটম সমিতি থেকে আজীবনের জন্য বহিস্কার করে পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে।


     এই বিভাগের আরো খবর