,

হবিগঞ্জ সড়ক বিভাগ ৯টি গোলচত্বর নির্মাণ করছে তন্মধ্যে দু’জন খেতাবপ্রাপ্ত বীর উত্তম এর নামে

এম.এ মমিন :: হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ৯টি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের প্রস্তাব করছে। তন্মধ্যে দু’জন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নামীয় চত্বর হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগীয় সুত্রে প্রকাশ বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী সড়ক (হবিগঞ্জ কামড়াপুর নছরতপুর সড়ক) এর জিরো পয়েন্ট অর্থাৎ হবিগঞ্জ বানিয়াচং সড়কের প্রথম কিলোমিটারের দানিয়ালপুর মোড়ে তৈরী করা হবে বীর উত্তম জেনারেল এম.এ রব চত্বর। প্রস্তাবিত চারলেন সড়কের ১ম কিলোমিটারের আনোয়ারপুর চৌমূহনায় তৈরী করা হবে আলহাজ্ব আবু জাহির গোল চত্বর। একই সড়কের ৬ষ্ঠ কিলোমিটার চৌমূহনায় নির্মাণ হচ্ছে ধুলিয়াখাল বিজিবি চত্বর। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের বিসিক মোড়ে নির্মাণ হচ্ছে ধুলিয়াখাল কারাগার চত্বর। একই সড়কের ধুলিয়াখালে হবে পুলিশ লাইন চত্বর। ঐ সড়কের পাইকপাড়া মোড়ে একটি চত্বর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তারও দক্ষিণে কলিমনগর চৌমূহনীতেও গোলচত্বর নির্মাণ করা হবে। অপর একটি গোলচত্বর নির্মাণ করা হবে নিজামপুর ইউনিয়নের হবিগঞ্জ-নছরতপুর আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া চৌমূহনায়। এছাড়া আরো একটি গোলচত্বর বীর উত্তম শহীদ জগৎজ্যোতি দাস চত্বর নামে তৈরী করার প্রস্তাব রয়েছে। স্থান নির্ধারণ করা হয়েছে হবিগঞ্জ বানিয়াচং-আজমিরীগঞ্জ শাল্লা আঞ্চলিক মহাসড়কের ১২ তম কিলোমিটার শরীফ উদ্দিন আহমেদ সড়কের জিরো পয়েন্টে। সওজ বিভাগ কর্তৃক বীর উত্তম খেতাবপ্রাপ্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধকালীন উপ সর্বাধিনায়ক জেনারেল এম.এ রব ও ভাটি অঞ্চলের দূর্ধর্ষ গেরিলা বাহিনী দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাসের নামে গোলচত্বর নামকরণের প্রস্তাব করায় সড়ক ও জনপথ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দাসপার্টির দুর্ধর্ষ যোদ্ধা বানিয়াচং এর সাবেক চেয়ারম্যান ফ্রিল্যান্স সাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।


     এই বিভাগের আরো খবর