,

নবীগঞ্জে আজ থেকে পশুর হাট ছালামতপুরে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার পশু হাট শহরের ছালামতপুরস্থ নিজস্ব ভুমিতে মঙ্গলবারে স্থানান্তর করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, উপজেলা জাসদ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউপ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কাউন্সিলর রুহুল আমীন রফু, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর রেখা রানী আর্চায্য, ইউপি মেম্বার এনাম উদ্দিন, প্রাক্তন মেম্বার হারুন মিয়া, ব্যবসায়ী কবির মিয়া, কমান্ডার এম.এ খালেক, সেলিম মিয়া প্রমূখ। এছাড়া উক্ত অনুষ্টানে পশু ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে আজ মঙ্গলবার নতুন বছরের প্রথম দিন থেকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে অবস্থিত অস্থায়ী গরু বাজারটি নব নির্মিত ছালামতপুরস্থ পশুর হাটে গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ সকল প্রকার পশু কেনা-বেচার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সর্বক্ষেত্রে পৌর পরিষদ প্রস্তুত থাকবে বলে আশ্বাস দেয়া হয়েছে। পাশাপাশি এখন থেকে নতুন বাজারে পশু কেনা-বেচা করার জন্য ব্যবসায়ী এবং ক্রেতাসহ সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পৌর মেয়র। আইনশৃংখলা উন্নয়নে প্রতি হাটবারে বাজারে পুলিশ টহল জোরদার করার প্রতিশ্র“তি দেন ওসি মোঃ লিয়াকত আলী। উপজেলা নির্বাহী অফিসার উক্ত বাজার প্রতিষ্ঠার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু রাস্তাসহ বাজার উন্নয়নের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, নবীগঞ্জের ইতিহাসে দীর্ঘ যুগ পর নবীগঞ্জ পৌরসভা কর্তৃক শহরের ছালামতপুর এলাকায় কোটি টাকা ব্যয় করে একটি উপযুক্ত পশুর হাট নির্মাণ করেন। যা আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।


     এই বিভাগের আরো খবর