,

কমিউনিটি পুলিশিং ডে মাধবপুরে আলোচনায় প্রাধান্য পেয়েছে মাদক

মাধবপুর প্রতিনিধি :: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল মোঃ নাজিম উদ্দিন। থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রায় সকল বক্তাই উপজেলায় মাদকের উপর প্রাধ্যন্য দিয়ে বক্তব্য রাখেন। মাদকের প্রসার ও বিস্তৃতি রোধে পুলিশকে সহায়তা করা ও পুলিশ যেন আরো সক্রিয় ভূমিকা রাখে সেই আহŸান জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, ইন্সপেক্টর কামরুল ইসলাম, সাংবাদিক রোকন উদ্দন লস্কর, শংকর পাল সুমন, সাব্বির হাসান, মোহাঃ অলিদ মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর