,

বিথঙ্গল আখড়া পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

সংবাদদাতা :: আজ বিথঙ্গল পরিদর্শনে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। সকাল সাড়ে ১১টায় তিনি ঐতিহ্যবাহী বিথঙ্গল আঁখড়ার ভক্ত-নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পর্যটন প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে বানিয়াচঙ্গে উৎসবের পরিবেশ বিরাজ করছে। বানিয়াচং-হবিগঞ্জ রোডে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। বানিয়াচংবাসীর দীর্ঘদিনের দাবি ঐতিহাসিক বানিয়াচংকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা দেয়া। পর্যটন প্রতিমন্ত্রীর আগমনে সেই আশা পূর্ণ হবে বলে মনে করছেন বানিয়াচঙ্গের সর্বস্তরের জনসাধারণ। পর্যটনের সুবর্ণ ভ‚মি বানিয়াচংয়ে  বিনোদন কেন্দ্র গড়ে তোলা হলে বানিয়াচং হতে পারে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। ১৯৯৭ সনের ১৯ অক্টোরবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়াচং সফরকালে সাগরদীঘির বৈচিত্র্যময় রূপে মুগ্ধ হয়ে এ দীঘিকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ১৯৮৭ সালে এরশাদ সরকারের মন্ত্রী মরহুম সিরাজুল হোসেন খান দীঘিটি সংস্কার করান। বর্তমান জরিপেও রেকর্ডভুক্ত মালিকানা বলে এর পাড়ে এখন চলছে পাকা দালান বাড়ি নির্মাণের প্রতিযোগিতা। ফলে প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে ভরপুর দীঘির শ্রী হারিয়ে দর্শনার্থীদের মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।


     এই বিভাগের আরো খবর