,

বাংলাদেশ সবসময়ই আমাদের চাপে রাখে

সময় ডেস্ক ॥ রোহিত শর্মার সংবাদ সম্মেলনে ভারতের টি-২০ র‌্যাংকিং যেন পরীক্ষার ধাঁধাঁর মতো হয়ে এলো। টি-২০ র‌্যাংকিংয়ে ভারতের পাঁচে থাকা নিয়ে খুশি নন জানিয়ে বিরাট কোহলির বদলে টি-২০ অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত জানালেন, এই জায়গায় আমাদের উন্নতি আনতে হবে। এরপর নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘ভারতের টি-২০ র‌্যাংকিং পাঁচই তো?’ সংবাদ সম্মেলন কক্ষে গুঞ্জন বেড়ে গেল, ‘গত সপ্তাহে ভারত চারে ছিল। কিছুদিন আগেও ভারতের অবস্থান ছিল তিনে।’ একজন বললেন, এখন ভারত র‌্যাংকিংয়ে দুইয়ে আছে।’ রোহিত সবার উত্তর বানচাল করে দিলেন, ‘আমি নিশ্চিত ভারত পাঁচেই আছে। আমি আমার হোম ওয়ার্ক ঠিকঠাক করেই এসেছি।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ওপেন করতে নেমে দুর্দান্ত খেলা রোহিত শর্মা কি বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজেও ‘হোম ওয়ার্ক’ করে নিয়েছেন সেই কথাও বুঝিয়ে দিলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাকে হয়তো টি-২০ র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ হিসেবেই দেখছেন তিনি। কৌশল, পরিকল্পনার কথা বলে ভারতীয় অধিনায়ক যেন সেটাই বোঝাতে চাইলেন, ‘আপনার হাতে যে দল আছে, তাদের যে সামর্থ্য আছে তা যথাযথ মাঠে প্রয়োগের জন্য অনেক কৌশল এবং পরিকল্পনা নিতে হবে। ক্রিকেটারদের ভালো মতো বুঝতে হয়। একজন নেতার সবচেয়ে বড় কাজ এটাই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে সম্ভবত এটারই সফল প্রয়োগ ঘটায় আমি।’ ‘নতুন’ ভারতীয় দল নিয়ে রোহিত শর্মা কি কিছুর ইঙ্গিত দিলেন। এই দলে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ কিংবা হার্ডিক পান্ডিয়ারা নেই। সাঞ্জু স্যামসন, খলিল আহমেদ, রাহুল চাহারদের নিয়ে বাংলাদেশকে হারানোর কাজটা করতে হবে রোহিতদের। সেটা একেবারে সহজভাবে নিচ্ছেন না রোহিত শর্মা, ‘বাংলাদেশ খুবই ভালো দল। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে তারা কতটা উন্নতি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও। আমাদের বিপক্ষে খেলা হলেই ওরা আমাদের চাপে ফেলে দেয়। বাংলাদেশকে তাই ভিন্ন চোখে দেখার সুযোগ নেই। তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই। তারপরও তারা ভালো দল। তারা অঘটন ঘটাতেই পারে। আমি ঠিক অঘটন বলতে চাইনি। তারা আমাদের হারাতে পারে সেটাই বুঝাতে চাইছি।’ ভারতীয় দলে থাকা তরুণ শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন কিংবা কেএল রাহুল, ঋষভ পান্তরা আইপিএলে টপ অর্ডারে ব্যাটিং করেন। কিন্তু জাতীয় দলের হয়ে সেই সুযোগ সবাই পাবেন না। রোহিত শর্মা মনে করেন এটাই আন্তর্জাতিক ম্যাচের চ্যালেঞ্জ। সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘আমার চোখে অধিনায়ক খুব গুরুত্বপূর্ণ কেউ নন। দলের বাকি ১০জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি তাদের থেকে সেরাটা বের করে নিতে চান। অধিনায়কের পারফর করাও গুরুত্বপূর্ণ। তবে আমি নিজেকে মাঠে সামনের কাতারের কোন খেলোয়াড় মনে করি না। ওরা যখন পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছে আমার কাজ তখন ওদের স্বাধীনতা দেওয়া, সাহস দেওয়া। আইপিএলে আমি ঠিক এই কাজটায় করি।’


     এই বিভাগের আরো খবর