,

লাখাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০ সাবেক ভাইস চেয়ারম্যান আটক

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লাখাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শাহনুর (৪৫) আটক কর হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু তাহের লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে নিহত আবু তাহেরের ছেলে মিজানুর (৩০) ও সাইফুলকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আকিকুল (২৬), নেওয়াজ (৩০), সুজন (১৮), এনু (৬০) ও মোজাহেদকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং শের আলী (৫০), আফসর (৩৫), রোমান (১৫), ফয়েজ (৪২), আলম (৪০), রফিকুল (২৪), দেলোয়ার (৩৪), জামাল (৩০) ও রিজুকে (৪০) বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে দোকান পাঠ ভাংচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বামৈ বাজারে একটি মিষ্টির দোকান রয়েছে। ওই সময় জয়নাল আবেদীন ওই দোকানে চা খেতে যায়। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক বির্তক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শাহনুরকে আটক করা হয়। এব্যাপারে ওসি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর