,

চুনারুঘাটে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিনিধি:: চুনারুঘাটে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। গত সোমবার বিকাল ৩টায় উপজেলার সুন্দরপুর বাজার থেকে স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করে র‌্যাব। আটককৃতরা হল, আটক ব্যক্তিরা হল, উপজেলার দেওয়াতলী গ্রামের সানু মিয়ার ছেলে কাওছার মিয়া (৩২), উত্তর বড়জোশ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র নাসিম উদ্দিন (৩৮), এবং গাছিনাজুড়ী গ্রামের আব্দুল হাকিমের পুত্র মহিবুল ইসলাম (৩৮)। জানা যায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজী করতেন। তারা কখনো নিজেদের র‌্যাব, কখনো সিআইডি পরিচয় দিয়ে নিরিহ লোকদের হয়রানি করতেন। চাকুরি দেওয়ার নাম করে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার  করে জানান, সম্প্রতি চুনারুঘাাটের উত্তর বড়জোশ গ্রামের লতু মিয়া এবং কালিকাপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। আটক কাওছার মিয়া নিজেকে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এবং মহিবুল ইসলাম নিজেকে সিআইডি অফিসার পরিচয় দেয়’।


     এই বিভাগের আরো খবর