,

লাখাইয়ে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

জুয়েল চৌধুরী:: লাখাইয়ে কৃষ্ণপুর গ্রামে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় তৌহিদ মিয়া (৫৫) নামে  এক ব্যবসায়ীর মৃত্যুও ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, আটক হাতুড়ে ডাক্তার শংকর রায়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবা সকালে তৌহিদ মিয়ার স্ত্রী ফুলবানু বাদী হয়ে লাখাই থানার এ মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গতকাল রবিবার কৃষ্ণপুর গ্রামে ওই ডাক্তারের চেম্বারে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গত রবিবার দুপুরে নাসিরনগর উপজেলা ও লাখাইয়ের পাশ^বর্তী গ্রাম কুড়িকুন্ডা গ্রামের মৃত আবু মিয়ার পুত্র ফান্দ্রাউক বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী তৌহিদ মিয়া কোমরে ব্যাথা নিয়ে ওই ডাক্তারের কাছে আসে তখন ৪টি ইনজেকশন একত্রে মিক্স করে তার শরীফে পুশ করে। ১০ মিনিট পরই তৌহিদ মিয়া শংকর রায়ের চেম্বারে মারা যায়। এক পর্যায়ে তার বাড়ি থেকে তৌহিদ মিয়ার পরিবারকে খবর দিয়ে এনে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগীতায় বিষয়টি সমাধান করে তৌহিদের লাশ তার গ্রামে পাঠিয়ে দেয়। ওই দিন বিকেলে তার লাশটি দাফনের সময় তৌহিদ মিয়ার পুত্রের সন্দেহ হলে সাথে-সাথে লাখাই থানার ওসিকে জানানো হয়। খবর পেয়ে ওসি তদন্ত অজয় চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাখাই থানায় নিয়ে আসে এবং হাতুড়ে ডাক্তার শংকর রায়কে আটক করা হয়। আটককৃত শংকর জানায়, সে অসুস্থ্য অবস্থায় চেম্বারে আসে। আমি সাধ্যমত চেষ্টা করেছি, সে মারা যাওয়ার পেছনে আমার কোন হাত নেই। গতকাল সোমবার বিকেলে হাতুড়ে ডাক্তার শংকর লাল রায়কে কারাগারে প্রেরন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর