,

হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবসে এমপি আবু জাহির—- “আগে মানুষের জীবন, তারপর গন্তব্য স্থান :

স্টাফ রির্পোটার:: ‘‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিআরটিএ হবিগঞ্জের উদ্যোগে নীমতলা প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অথিতি বলেন, সড়ক দূঘর্টনা রোধে নাগরিক সচেতনতা প্রয়োজন, প্রতিটি স্কুলের শ্রেনী কক্ষে পাঠদানে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হবে। প্রত্যেক গাড়ী চালককে মনে রাখতে হবে আগে মানুষের জীবন, তারপর গন্তব্য স্থান। জীবনের ঝুকি নিয়ে কোনভাবেই গাড়ী চালানো যাবেনা। গাড়ী চালানোর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং দূঘর্টনা রোধে এগিয়ে আসতে হবে।


     এই বিভাগের আরো খবর