,

নবীগঞ্জে নিরাপদ ফসল উৎপাদনের মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: নবীগঞ্জে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর (চিচিংগা) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কীটনাশকযুক্ত খাদ্য গ্রহনের ক্ষতিকর দিক, বিষমুক্ত উপায়ে ফসল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি ও সমাজের মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহের ব্যাপারে উপস্থিত সকল কৃষককে সচেতন করা হয়। কৃষকের মাঠে নিরাপদ পদ্ধতিতে উৎপন্ন সবজি প্রদর্শন করা হয়। শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিল্টন, মেহেদী হাসান, মোঃ মাহবুব আলম প্রমূখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর