,

নবীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার বুরহানপুর এডুকেশন কল্যাণ ট্রাস্টের চেয়াম্যান যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী সুয়েদ আহমদ এর উদ্দ্যোগে গত রবিবার দুপুরে বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ নজমুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট পরিবারের সদস্য মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতি জুবায়েরর আহমদ, মুতিবুর রহমান, আবুল খায়ের, শিক্ষিকা সেলিনা বেগম, আব্দুর রব, শফিক মিয়া, স্বপন মিয়া, রাহি মিয়াসহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে প্রবাসীদো ভূমিকা অপরিসীম। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। প্রবাসীরা আমাদের দেশের সম্পদ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই প্রবাসীরা দেশে যখন আসবেন তাদেরকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। পরে বুরহানপুর জামে মসজিদের ইমাম আব্দুল কাদির বেলালী সকল মুসলিম জাতির জন্য মোনাজাত করেন।


     এই বিভাগের আরো খবর