,

হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি গঠন ও কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

সংবাদদাতা :: পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে টিএলসিসি গঠন ও কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা। গতকাল মঙ্গলবার পৌরভবনের সভাকক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় প্রশিক্ষনের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পৌরকাউন্সিলর, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি, সিইও/সচিব ও সিডিএ। প্রশিক্ষন পরিচালনা করেন ইউজিআইআইপি-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। পৌরকাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম ও খালেদা জুয়েল। প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন ইউজিআইআইপি’র কমিউনিটি বিশেষজ্ঞ মোঃ আতাহার আলী ও আব্দুল মোতালিব মমরাজসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর