,

ইন্দোনেশিয়ায় মদ পান নিষিদ্ধ হচ্ছে!

সময় ডেস্ক ॥ বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ইন্দোনেশিয়ায় মদ জাতীয় সকল পানীয় নিষিদ্ধের আইন করার জন্য একটি বিলের প্রস্তাব দিয়েছে দেশটির দুটি ইসলামিক পার্টি। তবে পার্লামেন্টের কতজন সদস্য এ প্রস্তাবে সমর্থন জানালে বিলটি পাশ হবে, সে বিষয়টি এখনো পরিস্কার নয়। ইতোমধ্যে সরকারের একজন মন্ত্রী এই প্রস্তাবের বিরোধীতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আইনটি পাশ করা হলে পর্যটন খাতে বিরুপ প্রভাব পড়বে। একটি পার্টির পার্লামেন্ট সদস্য বিলটি প্রসঙ্গে বলেন, বছরের শেষে বিলটি আইনে পরিণত হতে পারে, মতাদর্শগত কোনো কারণে নয়, বরং দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আইনটি করা হচ্ছে। রয়টার্সকে প্রসপরাস জাস্টিজ পার্টির নেতা আব্দুল হাকিম বলেন, “এটা কোনো ধর্মীয় বা মতাদর্শগত কোনো বিষয় নয়। শুধু মাত্র দেশের অনাগত ভবিষ্যত প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আইনটি করা হচ্ছে।” বিলটিতে রয়েছে, ১% এর বেশী এলকোহল যুক্ত পানীয়র ব্যবহার, পান, বাজারজাতকরণ, উৎপাদন এবং বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়। হাজারো দ্বীপমালার দেশ ইন্দোনেশিয়ার বহু দ্বীপে ভাতের মদ খুবই জনপ্রিয়। আইনটিতে ভাতের মদকেও নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পর জোকো ওয়াইদুদু মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। প্রচন্ড চাপ থাকা স্বত্বেও সম্প্রতি অস্ট্রলিয়ার দুই নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। দেশটির প্রধান অর্থমন্ত্রী সুফিয়ান ডিজালিল বলেন, আমরা মাদক ও মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে কঠোর আইন করতে পারছিনা, কারণ মাদকের বিরুদ্ধে কঠোর আইন করলে আমাদের পর্যটন খাত ধ্বংস হয়ে যাবে। কেননা প্রাচ্যের বহু পর্যটকই এলকোহলিক এবং তাদের জীবনধারার অংশ। পর্যটন খাতকে রক্ষা করার জন্য বালি দ্বীপপুঞ্জের হোটেল-মোটেলসহ ৫ তারকা হোটেলগুলোকে আইনটি আওতার বাইরে রাখা হবে। ইন্দোনেশিয়ার বর্তমান লোক সংখ্যা প্রায় ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি। দেশটিতে দ্রুত এলকোহল যুক্ত পানীয়র বিক্রীর হার বেড়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া হচ্ছে এশিয়ার ১০ম বিয়ার ভোক্তার দেশ। গত একদশকে দেশটিতে বিয়ারে বিক্রী ৫৭% বেড়েছে। এ ব্যপারে জাকার্তায় বেসরকারকারি প্রতিষ্ঠানে চাকুরিরত ২৮ বছর বয়স্ক ডিপুনাগারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবশ্যই এই আইনের বিরোধীতা করি, কেন তারা কিছু মানুষের পানীয় পানের শখকে মাটি করে দিতে চাচ্ছে? এরপর তারা কী করবে, ধুমপান নিষিদ্ধ করবে। ইন্দোনেশিয়ার বহু মুসলিম এলকোহল খেতে অপছন্দ করে এবং একটি গ্র“প আছে যারা বিভিন্ন সময়ে বারগুলোতে আক্রমণ চালায়, মদ জাতীয় পানীয় বিক্রী করতে নিষেধ করে, বিশেষ করে রমজান মাসে। এলকোহল বিক্রী নিষিদ্ধ হওয়ার আইন প্রকাশ হওয়ার পর গত মঙ্গলবার থেকে ছোট ছোট মার্কেটগুলোতে পানীয় বিক্রীতে প্রভাব পড়েছে। তবে সুপারমার্কেট হোটেল, বার এবং রেস্ট্ররেন্টগুলোতে যথারীতি আগের মতই মদ বিক্রী চলছে। ইন্দোনেশিয়ার মল্ট বেভারেজ উৎপাদন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, পুরোপুরি বিক্রী বন্ধ হলে পানীয় শিল্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এবং ২০ হাজার লোকের চাকুরী অনিশ্চিত হয়ে পড়বে। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আগামী বছরগুলোতে পর্যটকরা ইন্দোনেশিয়ায় আসার আগে দ্বিতীয়বার ভাববে। তিনি আরো বলেন, এটি খুবই গ্লানিকর ও হাস্যকর বিষয়, যেখানে পার্শবর্তী দেশ মালয়েশিয়া শরীয়া আইন থাকা স্বত্বেও এলকোহল বিক্রী বন্ধ হচ্ছে না, সেখানে ইন্দোনেশিয়ায় এলকোহল বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্ট্রেট টাইমস


     এই বিভাগের আরো খবর