,

বাহুবলে পিইসি পরীক্ষার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

উপজেলা আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি ॥ পিইসি পরীক্ষার পরপরই বাহুবল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নামছে প্রশাসন। গতকাল রোববার বিকাল ৩টায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত সদস্যগণ বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, নিলুফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুন নূর মানিক, মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, সামছুদ্দিন তারা মিয়া, শাহ আবদাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, আনসার ভিডিপি অফিসার রানা বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমুুখ।


     এই বিভাগের আরো খবর