,

মাঠপর্যায়ে কাজের মান উন্নয়নে মনিটরিং বৃদ্ধি প্রয়োজন

স্টাফ রির্পোটার ॥ সিলেট বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন বলেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগ মাঠ পর্যায়ে প্রতিফলন করতে হবে। স্বাস্থ্য সেবাকে মানুষের দুরগড়ায় পৌছে দিতে হবে। মাঠপর্যায়ে কর্মীদের কাজের মান উন্নয়নের লক্ষ্যে সুপারভিশন মনিটরিং বৃদ্ধি করতে হবে। মাঠ পরিদর্শন বৃদ্ধির পাশাপাশি স্বচ্চতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল কনফারেন্সর রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। ইউএসএআইডি’র মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তা সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপত্তিত্ত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ দেবপদ রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার হবিগঞ্জ মোঃ নুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শোভন কুমার বসাক, সিনিয়র ম্যানেজার সেইভ দা চিলড্রেন ডাঃ নাজমুন নাহার প্রমুখ। নিখিল রঞ্জন শর্মার পরিচালনায় অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার বিগত ৩ মাসের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের উপর বিষদ আলোচনা এবং পরবর্তী করণীয় নিধার্রণ করা হয়।


     এই বিভাগের আরো খবর