,

বাহুবলে ৩০০ বস্তা সরকারি চাল জব্দ ॥ গুদাম সিলগালা

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে ৩০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় গুদাম ঘরটি সিলগালা করে দেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে উপজেলার মিরপুর   ইউনিয়নের চন্দ্রছড়ি সড়কের পাশের একটি গুদাম ঘর থেকে চালের বস্তাগুলি জব্দ করা হয়। আটককৃত যুবক চন্দ্রছড়ি গ্রামের সজিব মিয়া (৩০)। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল মজুদ রাখার খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মহরম আলী উপজেলার মিরপুর ইউনিয়ন এলাকার চন্দ্রছড়ি সড়কের পাশে একটি নবনির্মিত ভবনে অভিযান চালান। এ সময় তিনি ভবনের মালিকের সাথে যোগাযোগ করলে পুলিশের পরিচয় পেয়ে মোবাইল বন্ধ করে আত্মগোপন করেন। তখন  শত শত জনতার ভিড় জমে ভবনের সামনে। পরে খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ঘটনাস্থলে এসে ভবনের সাটারের তালা খুলে তিনশ বস্তা চাল জব্দ করে ঘরটি সিলগালা করে দেন। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর