,

হবিগঞ্জে দৈনিক লোকালয় বার্তা পত্রিকা অফিসে ভাংচুরের মামলায় ১০ আসামীর জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকালয় বার্তা পত্রিকা অফিসে ভাংচুর ও সম্পাদকের উপর হামলা করে আহত করার মামলায় ১০ আসামীর জামিন না মঞ্জুর করেছে দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব উল হক এর আদালতে তাদের জামিন আবেদন করলে দীর্ঘ শুনানীর পর মামলাটি জটিল ও দ্রুত বিচার আইনের আওতায় হওয়ায় জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আকবর হোসেইন জিতু, সিনিয়র আইনজীবি আবুল খয়ের, নুরুল আমিন, মনসুর উদ্দিন আহমদ ইকবাল, হাবিবুর রহমান, চৌধুরী আবু বকর সিদ্দীকী, নিলাদ্র্রী পুরকায়স্থ টিটু, এমদাদুল হক শাহিন প্রমুখ। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সামসু মিয়া চৌধুরীসহ অন্যান্য আইনজীবিরা। এসময় আদালতে হট্টগোল শুরু হয়। উল্যেখ্য, গত ১০ নভেম্বর শহরের প্রবেশ মুখে শফিকুর রহমান সিতু ওরফে সিতুর নেতৃত্বে একদল দর্বৃত্ত তাদের গডফাদারের নির্দেশে সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে দৈনিক লোকালয় বার্তা অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় সংবাদপত্র কাজে ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করে। এতে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল বাধা দিলে তাকে পিঠিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে পরের দিন শায়েস্তানগর ও বহুলা গ্রামবাসির মাঝে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ শতাধিক আহত হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করা হয়। ইতোপূর্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের জামিন না মঞ্জুর করা হয়। আসামীরা বর্তমানে কারাগারে আটক রয়েছে।


     এই বিভাগের আরো খবর