,

নবীগঞ্জে টাকা আত্মসাত মামলায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ১ বছরের সাজা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণা করে টাকা আত্মসাত মামলায় এক বছরের সাজা প্রদান করেছেন হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাহমিনা হক। কিন্তু রায়ের দিন আসামী আদালতে উপস্থিত থাকায় আপিলের শর্তে তার জামিন হয়েছে বলে জানা গেছে। সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণা করে টাকা আত্মসাত মামলায় আদালত সাজা ধার্য্য নিয়ে নবীগঞ্জের সর্বত্র আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। মামলার সুত্রে প্রকাশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত মোঃ কাদির মিয়ার পুত্র মোঃ কাছন মিয়ার কাছ থেকে বিগত ২০১৩ সালে কয়েক কিস্তিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করেন একই ইউনিয়নের মিনাজপুর গ্রামের মোঃ সামছুল হকের পুত্র ও সাবেক ইউপি সদস্য মোঃ রিপন মিয়া। তার বিকল্পে স্টাম্প ও ব্যাংকের চেক প্রদান করেন ইউপি সদস্য রিপন মিয়া। নির্দিষ্ট তারিখে টাকা ব্যাংকের পাওয়া যায়নি। এক পর্যায়ে টাকা দিতে গড়িমসি করেন সাবেক ইউপি সদস্য রিপন মিয়া। অবশেষে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিপন মিয়াকে আসামী করে সি,আর ২৪০/১৫ (নবীগঞ্জ) মামলা দায়ের করেন কাছন মিয়া। দীর্ঘ শুনানি শেষে ওই মামলা গত ৩১শে অক্টোবর ২০১৯ইং বিজ্ঞ বিচারক মামলার রায় ঘোষনা করেন। এতে আসামী রিপন মিয়াকে এক বছরের সাজা প্রদান করা হয়। কিন্তু ওই দিন আদালতের কাঠগড়ায় আসামী রিপন মিয়া উপস্থিত ছিল। আসামী পক্ষের আইনজীবি গতি গোবিন্দ দাশ তাৎক্ষনিক রায়ের বিরুদ্ধে আপিল করেন। এরই প্রেক্ষিতে ওই দিন আসামী আপিলের শর্তে জামিন লাভ করে। সাবেক ইউপি সদস্যে বিরুদ্ধে টাকা আত্মসাত মামলায় এক বছরের সাজা নিয়ে নবীগঞ্জের সর্বত্র আলোচনা ও সমালোচনা চলছে। এ ব্যাপারে মামলার বাদি মোঃ কাছন মিয়ার সাথে যোগাযোগ করা হলে- তিনি বলেন বিশ্বাস করে সাবেক ইউপি সদস্য রিপন মিয়াকে ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু সে টাকা দিতে গড়িমসি ও অস্বীকার করায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট রয়েছেন।


     এই বিভাগের আরো খবর